নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল এগারটা থেকে এক ঘন্টাব্যাপী ঘোড়াশালের সাদ্দাম বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক সড়কে ব্যানার হাতে নিয়ে মানববন্ধন করেন শতশত ব্যবসায়ীরা। এসময় তাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে এ কর্মসূচিতে অংশ নেন সাধারণ মানুষও।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাদ্দাম বাজারে অর্ধশত বছর ধরে ব্যবসা করে আসছি। এখানের ব্যবসার রুজিরোজগারের সাথে আমাদের পরিবারের লাখো মানুষ জড়িত। তাই উচ্ছেদের আগে আমাদের স্থানান্তরের স্থায়ী ব্যবস্থা না করলে আমরা বেকার হয়ে যাবো। দেখা দিবে চরম মানবিক বিপর্যয়। তাই কোন রকম স্থায়ী পুনর্বাসন ছাড়া সাদ্দাম বাজার উচ্ছেদ করা যাবে না। এছাড়াও শীতলক্ষ্যা নদীর সীমানা পুননির্ধারণ করার দাবিও জানান তারা।
ঘোড়াশাল সাদ্দাম বাজার কমিটির সভাপতি সোহেল মিয়া জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে আমাদের বাজার সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু আমাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে সবাইকে পথে বসতে হবে। কমপক্ষে উচ্ছেদ করার আগে অন্তত ছয় মাস সময় দেওয়ার দাবিও জানাব তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- ঘোড়াশাল সাদ্দাম বাজার কমিটির সাধারণ সম্পাদক নির্মল বাবু, ব্যবসায়ী মোস্তফা হোসেন, মোস্তাক আহমেদ, শাহিন বিন ইউসুফ, মো: লোকমান হোসেন, জয়নাল আবেদীন, ইকরাম হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :