শ্রীমঙ্গলে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইসলাম উদ্দিন। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন পিএফজি শ্রীমঙ্গলের উপদেষ্টা ও দুপ্রক সভাপতি সৈয়দ নেসার আহমদ। সংগঠনের সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সনাক শ্রীমঙ্গল এর সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য্য।
স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সদস্য সাবেক জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী। প্রজেক্টরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করেন কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হুদা মিনা, প্রবন্ধ পাঠ করেন এ্যাম্বাসেডর কাজী আসমা, অঙ্গিকারনামা মাওলানা এম এ রহিম নোমানী।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সংলাপে বক্তব্য দেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম-খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, কাকিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন, হিন্দু ধর্মীয় নেতা ইন্দ্রজিৎ চক্রবর্তী, পরিমল সিং বাড়াইক, খ্রিস্টান নেতা ডমনিক সরকার রনি,জন ব্রাইন দারিং, গোবিন্দ্র দেববর্মা ও পিএফজি সদস্য মো: শামীম আহমেদ প্রমুখ।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :