কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি মারফত আলী সভাপতি ও দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রিমন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে নয়টা হতে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মিরপুর প্রেসক্লাবের ২২জন ভোটারের মধ্যে ২০ জন ভোটার তাদের ভোট প্রয়োগের মাধ্যমে আগামী ২ বছরের জন্য ১১ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠন করলেন। ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এসময় তিনি জানান, সভাপতি পদে দৈনিক মানবজমিন পত্রিকার মিরপুর প্রতিনিধি মারফত আলী আফ্রিদী ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি আছাদুর রহমান ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রিমন ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কুষ্টিয়ার দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইলী পিপলস টাইমসের জেলা প্রতিনিধি জাহিদ হোসেন জিহাদ ৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এছাড়া ৮টি পদে বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন যারা, তারা হলেন সহ-সভাপতি পদে আব্দুস সালাম ও জমির উদ্দীন। যুগ্ম-সাধারন সম্পাদক পদে ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে কুদরতে খোদা সবুজ, প্রচার ও দপ্তর সম্পাদক পদে আহসান হাবিব উজ্জ্বল, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে আব্দুল মালেক জোয়ার্দ্দার এবং নির্বাহী সদস্য পদে বাবলু রঞ্জন বিশ্বাস ও মহাম্মদ আলী জোয়ার্দ্দার।
এব্যাপারে জানতে চাইলে মিরপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, মিরপুর প্রেসক্লাবের নির্বাচন বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মিরপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :