AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে বৃষ্টির মতো কুয়াশা, জনজীবনে দুর্ভোগ


ফরিদপুরে বৃষ্টির মতো কুয়াশা, জনজীবনে দুর্ভোগ

ফরিদপুরে বৃষ্টির মতো কুয়াশা ও তীব্র শীতে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষ। ফরিদপুরে গতকাল ও আজ দুই  দিন যাবত জেলার কোথাও কোন সূর্যের দেখা মেলেনি। প্রচণ্ড ঠাণ্ডায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অন্যদিকে  খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন ফরিদপুর জেলার  বাসিন্দারা।

মো: জলিল মোল্লা নামে এক যুবক বলেন, গত বৃহস্পতি থেকে হঠাৎ করে আবার দেখা দিয়েছে ঘন কুয়াশা ও শীত। সকাল ১০টা বাজলেও কুয়াশার কারণে ১০ ফুট সামনে কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না। একদিকে প্রচন্ড শীতে একেবারেই কাবু হয়ে পড়েছেন অসহায় ও ছিন্ন মুল মানুষজন।

প্রাইভেট চালক আবু জাফর  বলেন, কুয়াশার কারণে সড়কে চলাচল কষ্টকর হয়ে পড়েছে। ১০-১৫ গজ দূরে গাড়ির লাইটের আলোও কাজ করছে না।

এদিকে কুয়াশার সঙ্গে হালকা বৃষ্টি হওয়ায় মানুষের মধ্যে শীতজনিত রোগের সংক্রমণ বেড়ে চলেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বৃদ্ধ ও শিশু রোগীদের হার বেড়েছে।

 

একুশে সংবাদ/ এস কে 

Link copied!