ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইসলামী আন্দোলনের গণ সমাবেশে দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাংবাদিকদের ঐক্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেছেন, একজন ব্যক্তি আমাদের এখানে এসেছিলেন সৌজন্য সাক্ষাতের জন্য, ভিজিট করতে, হয়তো অনেকে ভুল বুঝতে পারে।জামাত ইসলামির আমির ডা.শফিকুর রহমানের সঙ্গে আমাদের ঐক্য অথবা রাজনৈতিক কোন আলোচনা হয়নি।
তার ওইদিন (ডা.শফিকুর রহমানের) বরিশালে প্রোগ্রাম ছিল । সেই ফাঁকে আমাদের চরমোনাইতে এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। আমাদের উভয়ের সম্মতিতেও কোন প্রোগ্রাম ছিল না বা হয়নি।
নবী (স.)আদর্শ হচ্ছে কোন মেহমান আসলে তাকে মেহমানদারী করানো, তাকে সম্মান দেখানো এটাই হচ্ছে নবীর আদর্শ। সেটাই আমরা করেছি। আমরা ইসলামের জন্য ঐক্য করতে আগে থেকেই ঘোষণা দিয়ে আসছি। ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না হলে ঐক্য করতে আগ্রহী।
এর আগে তিনি গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা ভেবেছিলাম ২৪শের স্বাধীনতায় বৈষম্য দূর হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, ঘুষ দূর হবে, দুর্নীতি দূর হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সবাই জেলে ছিল জামিন পায় নাই, এখন আওয়ামী লীগ পালিয়েছে,যারা আছে তাদের সমর্থকরা জেলে গেছে জামিন নাই, তার মানে কি ? বিচার বিভাগ স্বাধীন নাই। যদি বিচার বিভাগ স্বাধীন হতো তাহলে যে দলই ক্ষমতায় আসতো যার অন্যায় পাবে তার বিচার হবে, মানুষ মুক্তি পাবে। বিচারক বিচার করবে আইন অনুযায়ী, যেই বিচার বিভাগ স্বাধীন হবে না, সেই বিচার বিভাগ আমরা চাই না। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে সেই লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম।
তিনি ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখানুপাতিক (পি আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার বাদ মাগরিব(২৩ জানুয়ারি রাতে) ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,ভেবেছিলাম এবার আর চাঁদাবাজি থাকবেনা,দখলদারি থাকবে না, গুম হত্যা থাকবে না, গুন্ডামি থাকবে না, আমার মা বোনেরা ধর্ষিত হবে না, অন্যায় জুলুম থাকবে না,ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে, চাকুরীজীবীরা নিরাপদে চাকরি করবে।
দুঃখের বিষয়, কি দেখছি? আবারও দখল বাজি, ঘুষ বাণিজ্য চলছে, খুন, ধর্ষণ চলছে, অন্যায় অত্যাচার চলছে , অফিস আদালতে ঘুষ বাণিজ্য বেড়েই চলছে। শুধু অন্যায়কারীদের চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু ঘুষ বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, দখলদারি বন্ধ হয় নাই, সবই চলছে। এজন্যই কি হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে স্বাধীন হলো?
সকল অন্যায়কে বন্ধ করতে হইলে ইসলামের আদর্শ ধারণ করতে হবে। কুরআনকে ফলো করতে হবে।
তিনি বলেন, যারা নৌকার রাজনীতি করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষের রাজনীতি করে তারা ধান কাটতে পারে না, কিন্তু যারা পাখা মার্কার রাজনীতি করে তারা পাখা চালাতে পারে অন্যরাও পাখা চালাতে পারে এজন্যই পাখা মার্কা জনসাধারণের শান্তির প্রতীক বলে উল্লেখ করেন। তিনি অন্তর্বর্তী সরকারকে দেশ সংস্কারের পরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।
ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হান্নান মাতুব্বরের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক হাফেজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, সদরপুর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদ মাস্টার, চর-ভদ্রাসন উপজেলার সভাপতি মুফতি সেলিম হোসাইন, ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সদর আলহাজ্ব হাবিবুর রহমান সহ উপজেলার ইসলামী আন্দোলনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :