AB Bank
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদমদীঘিতে গাড়ি চলাচলের রাস্তা বন্ধ করলেন আওয়ামী লীগ নেতা


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৩:০৮ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
আদমদীঘিতে গাড়ি চলাচলের রাস্তা বন্ধ করলেন আওয়ামী লীগ নেতা

বগুড়ার আদমদিঘীতে শিবপুর গ্রামে যাওয়া আসার রাস্তায় বাসের বেড়া দিয়ে প্রতিবেশীদের চলাচল পথ বন্ধ করে দিয়েছে সাইফুল ইসলাম প্রামানিক। রাস্তা বন্ধ করে দেওয়ায় দশ থেকে পনের পরিবার যানবাহন নিয়ে বাড়ি থেকে বের হতে না পারায় বর্তমান চরম বিপাকে। 

সরোজমিনে গিয়ে দেখা যায়,বগুড়ার আদমদিঘীর শিবপুর গ্রামের পশ্চিম পাড়ায়, ইট সোলিং এর রাস্তায় বাসের খুটি দিয়ে পথরোধ দেয় প্রতিবেশী সাইফুল ইসলাম পরামানিক। তিনি গনমাধ্যমকে বলেন দশ ফিটের পুরো রাস্তার জায়গাটি গত বারো বছর যাবত আমরা রাস্তা দিয়ে আসছি বর্তমানে আমরা আর দিতে পারবো না। রাস্তায় গাড়ি যাওয়া আসা করলে আমাদের কাঁচা ঘুমের ক্ষতি হয় এবং গাড়ির চাকা দেয়ালে ঘষা লেগে আমাদের বাড়ির দেয়ালটি নষ্ট হয়ে যাচ্ছে।   

প্রতিবেশী ভুক্তভোগী রেজাউল জানান জীবিকার তাগিদে বিভিন্ন বাজার ও মেলায় দীর্ঘদিন যাবত শ্যালো মেশিন চালিত ভ্যানে করে চটপটি ও ফুচকা বিক্রয় করে আসছি, গত কয়েক দিন যাবত আমাকে নিষেধ করে আসছে আপনি এই রাস্তা দিয়ে ভটভটি চালু করে নিয়ে আর যাওয়া আসা করবেন না আমাদের ঘুমের ক্ষতি হয়। তার কথা না শোনায় রাস্তায় মাঝে বাঁশের খুটি দিয়ে দেয় আদমদিঘী ৫-নংওয়ার্ড যুবলীগের সভাপতি, জেমস ও বাবা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম পরামানিক। 

এ সময় তামিম হোসেন বলেন তারা বেড়া দেয়ার সময় আমরা তাদেরকে নিষেধ করি কিন্তুু ওরা আমাদের কথা শুনলেন না পরে আমরা গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও মুরব্বিদের ডেকে নিয়ে আসি। তাদের কথাও অমান্য করে গায়ের জোরে আর ও খুটি বারিয়ে দেয়। এ সময় প্রতিবেশী নুরুল ইসলাম বলেন  আমাদের রাস্তায় সাইফুল ও তার ছেলে বেড়া দিয়ে অন্যায় কাজ করেছে।  

চলাচলের রাস্তায় খুঁটি দিয়ে প্রতিবেশীর চলাফেরার পথ বন্ধ করে দেওয়াই চারিদিকে হইচই পড়ে গেলে, সেখানে তথ্য সংগ্রহ করতে যাওয়া সংবাদ কর্মীদের, মুঠোফোনে সাইফুলের ছেলে আদমদীঘি ওয়ার্ড যুবলীগের সভাপতি জেমস,বলেন আপনি সাংবাদিক হন আর ডিসি হন আপনার মত সাংবাদিক দুই- চারটা আমারও আছে বলে তিনি সংবাদ কর্মীর উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। 

এ বিষয়ে আদমদীঘি নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন,রাস্তা বন্ধের ব্যাপারে আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

একুশে সংবাদ/ এস কে 

 

 

Link copied!