সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২৩ জানুয়ারি)বিকেলে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা সদর থেকে ধর্মপাশা থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জানাগেছে, আজিম মাহমুদ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনের ভাতিজা। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পরপরই গাঁ ঢাকা দিয়েছিলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে, ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্মপাশা সদর এলাকা থেকে আটক করা হয় তাকে।আটক করার পরে ধর্মপাশা থানা পুলিশ তাকে মধ্যনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ সজিব রহমান জানান,`বিশম্ভরপুর থানার একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।আটকের পর তাকে সুনামগঞ্জে আদালতে প্রেরণ করা হয়েছে।`
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :