কথায় আছে ‘কারো মাঘ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।
বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সদ্য বিদায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার।
তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও নিজেস্ব অর্থায়নে উপজেলার পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণের ধারাবাহিক কার্যক্রম চলমান রেখেছেন।
শুক্রবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি নিজে উপস্থিত থেকে উপজেলার পৌরসভা, দহবন্দ ও ছাপড়হাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের প্রেস সচিব হাসানুজ্জামান হাসান, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পৌর জাতীয় কৃষক পাটির সভাপতি গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম বাদশা, আনিসুর রহমান, মোস্তাফিজুর রহমান, রয়েল মিয়াসহ জাতীয় পার্টি ও এর সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল নিতে আসা দহবন্দ ইউনিয়নের আছিয়া বেগমের (৬০) সাথে কথা হয়। তিনি বলেন, ‘কয়দিন থাকি খুব ঠান্ডা বাবা। হামরা বুড়া মানুষ। আরও বেশি ঠান্ডা নাগে হামাক। ন্যাপ-তোষবও নাই হামার গুলার। কম্বল কোনা পায়া মোর খুব উপকার হইল বাবা। এইকনা কম্বল খ্যাতার তলোত দিয়া মুই ঘুম পারিম আইচক্যা থাকি। আল্লাহ মহসিন বাবার ভালো করুক।’
কম্বল বিতরণকালে ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার বলেন, আমরা শুধু কম্বল বিতরণই না দীর্ঘ ১৮ বছর থেকে আমি বিভিন্ন সামাজিক কাজ করে আসছি এর মধ্যে রয়েছে- জটিল ও কঠিন রোগের অপারেশন এর জন্য আর্থিক সহায়তা, মসজিদ, কওমি মাদ্রাসায় সহায়তা, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী, নদী ভাঙনণ, ঘূর্নিঝড়, এ্যাম্বুলেন্স সেবা, অসহায় ব্যক্তিকে ব্যাটারী চালিত ভ্যান প্রদান, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করে আসছি। ইনশাল্লাহ এই সামাজিক কার্যক্রম চলমান থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :