AB Bank
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরিশালে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল


Ekushey Sangbad
বরিশাল জেলা প্রতিনিধি
০৯:২৬ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৫
বরিশালে টিসিবির ৬০ হাজার কার্ড বাতিল

বরিশাল সিটি করপোরেশন নিম্ন আয়ের জনগণের জন্য বরাদ্দ টিসিবির ফ্যামিলি কার্ডের দুই-তৃতীয়াংশ বাতিল করেছে। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর সময় বিতরণ হওয়া ৯০ হাজার কার্ডের মধ্যে ৬০ হাজার কার্ড বাতিল করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী।

জানা যায়, মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে এবং এক পরিবারে একাধিক টিসিবি কার্ড গ্রহণের অভিযোগে এসব কার্ড বাতিল করা হয়েছে। বাতিল হওয়া কার্ডগুলো আবার দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। বর্তমানে সিটি করপোরেশনের বাইরে বরিশালের ১০ উপজেলায় এক লাখ ২৯ হাজার ৯২১ জন টিসিবির সেবা গ্রহণ করছেন। ৯১ জন ডিলারের মাধ্যমে তাদের মাঝে তিনটি পণ্য বিতরণ করা হয়—২ লিটার তেল, ২ কেজি ডাল এবং ৫ কেজি চাল, যার মোট বাজারমূল্য ৯০০ টাকার বেশি। তবে টিসিবির মাধ্যমে ভোক্তারা এসব পণ্য পাচ্ছেন মাত্র ৪৭০ টাকায়।

স্থানীয়দের মতে, আগে রাজনৈতিক বিবেচনায় এসব কার্ড বিতরণ করা হতো, যার ফলে এক পরিবারে একাধিক সদস্যও টিসিবি কার্ড পেয়ে যেতেন। এর ফলে প্রকৃত গরিবরা টিসিবির পণ্য পেতেন না এবং কার্ডের অপব্যবহার ঘটত।

টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল বলেন, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজার কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করেনি। টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করব।’

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বলেন, ‘বিভিন্ন যৌক্তিক কারণেই এসব কার্ড বাতিল হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করব। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!