AB Bank
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন গ্রেফতার দুই


শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন গ্রেফতার দুই

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে দুই অবৈধ বালু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিশারকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।  

অভিযানের সময় দুইটি ১২ টনি ট্রাকে অবৈধভাবে উত্তোলন করা ৮০০ ঘনফুট বালুসহ ব্যবসায়ী মোস্তফা মিয়া (৫৫) এবং মো. ফারুক মিয়া (৩৫)কে আটক করা হয়। ট্রাক দুটি ঢাকা মেট্রো-ট-২০-৩৭৯০ এবং ঢাকা মেট্রো-ট-২৪-৫১৯০ রেজিস্ট্রেশন নম্বরযুক্ত। উদ্ধার করা বালুর বাজারমূল্য আনুমানিক ১৬,০০০ টাকা।  

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আসামিরা শ্রীমঙ্গলের বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওর থেকে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করছিল। তাঁদের গ্রেফতারের মাধ্যমে পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।  

অফিসার ইনচার্জ আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানে জব্দ করা ট্রাক ও বালু স্থানীয় থানায় রাখা হয়েছে এবং এ বিষয়ে যথাযথ তদন্ত চলছে।  

শ্রীমঙ্গল এলাকায় অবৈধ বালু উত্তোলন এবং পরিবহন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান প্রশংসিত হয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের উদ্যোগের জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশের প্রশংসা করেছেন।  

স্থানীয়রা জানিয়েছেন, শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকার সরকারি জমি ও হাওর থেকে অবৈধ বালু উত্তোলন দীর্ঘদিন ধরে চলে আসছে। প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় এসব কার্যক্রম চলমান ছিল। তবে সাম্প্রতিক অভিযানে এসব কার্যক্রমে বাঁধা সৃষ্টি হয়েছে।  

অবৈধ বালু উত্তোলনের ফলে এলাকার পরিবেশ, ফসলি জমি এবং নদী-ছড়ার স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এর ফলে স্থানীয় কৃষি ও জীববৈচিত্র্যে নেতিবাচক প্রভাব পড়ছিল।  

শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণকেও প্রশাসনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!