শীতের তীব্রতা আরও বেড়েছে কুড়িগ্রামে। দিনে ও রাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে গোটা জনপদ। শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ।
শনিবার (২৫ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শুক্রবার ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া, কাশি ও জ্বরসহ শীতের ঠাণ্ডাজনিত রোগী বাড়ছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
একুশে সংবাদ//বা.প্র//র.ন
আপনার মতামত লিখুন :