নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রিজ থেকে সাইফ (৪৮) নামে এক ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার নির্মাণাধীন সিটি ওয়েল লুভ (মবিল কোম্পানি)`র পাশ্ববর্তী একটি পুকুর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার, ব্রাহ্মণবাড়িয়া সদর, মুন্সেফ পাড়ার মৃত: মির্জা সিরাজ উদ্দিন আহমেদের পুত্র, মোঃ সাইফ আহমেদ এর লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। মৃত: সাইফ আহমেদ পি-সিকিউরিটি (নাবিল সিকিউরিটি লিমিটেড) নামক একটি প্রতিষ্ঠানের অধিনে, সোনারগাঁয়ে সিটি লুভ ওয়েল কোম্পানিতে সিকিউরিটি গার্ড এর কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানান, এই প্রতিষ্ঠানটির সুচনা লগ্নে ইমারত ওয়েল মিল নামে পরিচিত ছিল। তাঁরা ইমারত অয়েল মিল নামেই এই প্রতিষ্ঠানটি চিনেন। কখন সিটি লুভ ওয়েল ইন্ডাস্ট্রিজ হয়েছে তা তারা জানেন না।
সাংবাদিক তথ্য সংগ্রহ করতে সিটি লুভ ওয়েল কোম্পানিতে গেলে, কোম্পানির সিকিউরিটি গার্ড সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান। পরে এলাকায় স্থানীয় নেতার সহায়তায় কোম্পানিতে প্রবেশ করলে, কোম্পানির দায়িত্বরত কর্মকর্তাদের খোঁজ পাওয়া যায় নি। পরবর্তীতে প্রতিষ্ঠানের কোনো সিকিউরিটি গার্ড বা গার্ডের কর্ম কর্তাকে পাওয়া যায় নি।
এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফেরদৌস মিয়া বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে খোঁজাখুঁজি করে ইন্ডাস্ট্রির পাশে একটি পুকুর থেকে ঝাঁকি জাল দিয়ে এলাকা বাসীর সহায়তায় ভিকটিমের লাশ উদ্ধার করি। এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে কিছু্ই জানা যায় নি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :