বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের সন্তান আব্দুর রাজ্জাক তালুকদার শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালি...রাজিউন)।
মরহুমের জানাজা হস্তিশুন্ড গ্রামের আব্দুর রাজ্জাক তালুকদার কমেপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা ২টায় অনুষ্ঠিত জানাজায় উজিরপুর-বানারীপাড়ার গণমানুষের নেতা সরফুদ্দিন আহম্মেদ ছেন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আউসের সহযোদ্ধা সামছুল আলম জুলফিকার, আমরা উজিরপুরের সন্তান গ্রুপ (আউস)-এর অন্যতম উদ্যোক্তা মোয়াজ্জেম হোসেনসহ সদস্যবৃন্দ, বরিশাল শহরস্থ উজিরপুর সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সর্বসাধারণ জানাজায় অংশগ্রহণ করেন।
বরিশাল শহরস্থ প্রাতঃভ্রমন ও শরীরচর্চা পরিষদের নেতৃবৃন্দও জানাজায় উপস্থিত ছিলেন। (এই পরিষদের সভাপতি ছিলেন মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার)। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয় তাকে।
মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে উপজেলায় সর্বজন স্বীকৃত ব্যক্তিত্ব ছিলেন। তার একক প্রচেষ্টায় উজিরপুর উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :