বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এম.পি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় চলে গেছে জনগণ ভোটের অধিকার পায়নি। দেশে কেয়ারটেকার সরকার ছিলো, দুইবার নির্বাচন হয়েছিলো। কিন্তু তারা এই কেয়ারটেকার সরকারকেও সংবিধান থেকে বাদ দিয়ে দিছে। যারা জাতীয়ভাবে ভোট চুরি করতে পারে তারা মানুষের জানমাল সম্পদ লুট পাট করতে পারে। এমন খুনি ডাকাতদের হাতে রাষ্ট্রকে তুলে দেয়া যাবে না।
তিনি শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আর মানুষের আইন চালু করার জন্য দল তৈরী করবেন না। মানুষ জেগেছে, তাদের ভাষা "উই ওয়ান্ট জাস্টিস "। মানুষ তাদের অধিকার চায়। সেই অধিকার পেতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আমরা ভালো নির্বাচন চাই। যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারবেন সেই নির্বাচন চাই। কিছু মানুষ তাড়াহুড়া শুরু করে দিয়েছে নির্বাচনের জন্য। আমরা প্রথমে সংস্কার চাই তারপর নির্বাচন। আমরা জালেম তাড়াইছি, কিন্তু জুলুম তাড়াতে পারিনি। সে জন্য কাজ করতে হবে।
সম্মেলনে দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেনে, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা উত্তর আমীর অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, তিতাস উপজেলা আমীর ইঞ্জি: শামিম সরকার, এডভোকেট মোখলেছুর রহমান, আবুল কাশেম প্ৰধানীয়া, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য আব্দুস সাত্তার, অধ্যাপক আলমগীর সরকার, খন্দকার আবুল বাশার, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা শরীফ মুহাম্মদ রোকন উদ্দিন, সানাউল্লাহ রাসেল, মনিরুজ্জামান ও শাহজাহান তালুকদার।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :