AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, আহত-১৫


সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষ, আহত-১৫

সরিষাবাড়ীতে জমি নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের সরিষাবাড়ী  স্বাস্থ্যকমপ্লেক্স ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নে চুনিয়াপটল গ্রামে এঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের নিমেই মন্ডলের ছেলে আমজাদ হোসেন ও একই গ্রামের কদ্দুস মন্ডলের ছেলে আব্দুল জলিল মন্ডলের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।


দীর্ঘদিনের এই বিরোধকে কেন্দ্র  করে বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ন  জমিতে আব্দুল জলিল চাষাবাদের প্রস্তুতি নিলে প্রতিপক্ষ আমজাদ হোসেন বাধা দেয়। এসময় দু-পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। একপর্যায়ে জলিলের সমর্থকের লোকজন ও আমজাদ হোসেনের সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা সংঘর্ষ বেধে যায়। এ সময় লাঠিশোটার আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।


আহতদের মধ্যে বাবলু মিয়া (৫৫), আব্দুর রশিদ (৪৫) কে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করেন। অন্যদের মধ্যে আব্দুল জলিল (৬৫), ফজর আলী (৪০) সুলতান মাহমুদ (৪৫), রোপচাঁন (৩৫) রুবেল মিয়া (২২), পিপাসা বেগম (২৬), ছাহেরা বেগম ( ৫০), স্বপ্না খাতুন (২৩), টুকন মিয়া (৩২), আফজাল হোসেন (৫০), আয়নাল হক (৬০) জহুরুল ইসলাম (২৪) কে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আব্দুল জলিল বলেন, বাপ-দাদার ওয়ারিশের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। জমিতে ধান লাগাতে গেলে আমজাদের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে আমার পরিবারের লোকজনকে আহত করেছে।


আমজাদ হোসেন জমি তাদের দাবি করে জানান, দীর্ঘদিন ধরে ভুগদখল করে আসছি। বৃহস্পতিবার জোর করে আব্দুল জলিল দখল করতে গেলে সংবাদ পেয়ে তাকে বাধা দেই।


এসআই বদরুল ইসলাম জানান, সংঘর্ষে  সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে কোন পক্ষকে পাওয়া যাইনি। তবে দু-পক্ষের মধ্যে মারামারী ঘটনা ঘটেছে শুনেছি। কেউ আভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


একুশে সংবাদ////র.ন

Link copied!