AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইভটিজিং’র প্রতিবাদ করায় বাবাকে মারধর, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


ইভটিজিং’র প্রতিবাদ করায় বাবাকে মারধর, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের মধুখালীতে বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই এলাকার যুবক ফারদিন (২২)। এক পর্যায়ে শিক্ষার্থী নিজেই প্রতিবাদ জানালে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। অভিযুক্ত ফারদিন উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট দক্ষিণপাড়া গ্রামের তোফায়েল মোল্যার ছেলে।

পরে শিক্ষার্থী বিষয়টি তার বাবাকে জানান। বাবা অভিযুক্ত যুবককে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ফারদিন ও তার সহযোগীরা মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাগাট বাজার এলাকায় ওই শিক্ষার্থীর বাবার ওপর হামলা চালিয়ে মারধর করে।

ঘটনাটি জানাজানি হলে বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের বিদ্যালয়ের বাজারে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা দ্রুত অভিযুক্ত যুবকের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ওই শিক্ষার্থীর পিতা দিপংকর ঘোষ বলেন- আমার মেয়েকে স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই প্রেম প্রস্তাব দিয়ে আসছিল এতে রাজি নাহওয়ায় গতকাল (২৯ জানুয়ারি) বুধবার স্কুল থেকে যাওয়ার তার পথ আটকিয়ে কুপ্রস্তাব দেয়। আমার বাড়ীতে গিয়ে বিষয়টি জানালে আমি ওই ছেলেকে বিষয় থেকে বিরত থাকতে বলায় সে ক্ষিপ্ত হয়ে আমার উপর বৃহস্প্রতিবার সকালে বাগাট বাজার এলাকায় আক্রমন করে মারধর করে।

বাগাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা বলেন, দীর্ঘদিন যাবত ওই বখাটে যুবক আমার স্কুলের ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এ বিষয়ে তার অভিভাবককে আমার অবহিত করেছি কিন্ত গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সে স্কুলে এসে ওই শিক্ষার্থী ও আমাদেরকে দেখে নেবে বলে হুমকি দিয়ে চলে যায় এবং আমরা পরবর্তীতে জানতে পারি ওই শিক্ষার্থীর বাবাকে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাগাট বাজারের উপর তাকে মারধর করে। আমরা ঐ বখাটে যুবকের দৃস্টান্তমুলক শাস্তি দাবী করি।

এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!