ময়মনসিংহের নান্দাইলে চোরাই গরু পিকআপে নিয়ে যাওয়ার সময় তাদের ধরতে পিছু নেয় পুলিশা।পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেরে তাদের ওপর হামলা করে চোর চক্রের সদস্যরা। এ ঘটনায় নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দেহরক্ষিসহ আরেকজন আহত হয়েছেন।এছাড়াও গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) শেষ রাতে উপজেলার নান্দাইল-হোসেনপুর সড়কের সিংরুইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপসহ চারজনকে আটক করা হয়েছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ জানান, গত বুধবার রাতে একদল পুলিশ নিয়ে টহলে ছিলাম। এ সময় খবর পাই নান্দাইল-হোসেনপুর সড়ক দিয়ে চোরাই গরু নিয়ে একটি পিকআপ কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছে।
এ খবরে আমরা ওই পিকআপের পিছু নেই। বিষয়টি চোর চক্রের সদস্যরা বুঝতে পেরে আমার ওপর দেশীয় অস্ত্রসহ হামলা করে। এসময় আমি ভাগ্যক্রমে বেঁচে গেলেও আমার দেহরক্ষী রামদার আঘাতে আহত হয়েছে। এছাড়াও তারা রামদা দিয়ে আমাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর স্থানীয় জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে ফোন দিলে তিনি মোটরসাইকেল নিয়ে ফের চোরাই গরুভর্তি পিকআপে ধাওয়া করে স্থানীয় দিলালপুর এলাকা পর্যন্ত যান।
জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার ভোর রাতে তিনি পিকআপটি আটকাতে সক্ষম হলেও ওই সময় চোরচক্ররা দেশীয় অস্ত্র নিয়ে ফের তার ওপরও হামলা চালায়।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ জানান, তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। তবে ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছেন। এ ঘটনায় তারা জড়িত কিনা তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :