বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লাঙ্গলবাঁধ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোঃ মঈনুল ইসলাম সুজন এর সঞ্চালনায় শ্রীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সমাবেশটির শুভউদ্বোধন ঘোষনা করা হয়।গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. ইসরাফিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি`র আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন, জেলা বিএনপি`র যুগ্ম আহ্বায়ক পিকুল খান, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা কৃষকদলের আহ্বায়ক রুবাইয়াত হোসেন খান, শ্রীপুর উপজেলা বিএনপি`র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :