AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদারীপুরে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০৩:২০ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫
মাদারীপুরে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মাদারীপুর জেলার ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় মো. আজিজ হাওলাদার (৬০) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত- আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মো. আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলেন। তিনি রাত ১০ পর্যন্ত চা বিক্রি করেন দোকানে। দোকান বন্ধ করে রাতে  বাড়ী ফিরে আসেননি তিনি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ী থেকে বের হলে গ্রামের  রাস্তার  পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান।এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন। নিহতের স্বজনরা জানান মো. আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি সুদের টাকার লেনদেন করতেন। তবে স্বজনের দাবী তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, আমার ভাইকে হাত-পা বেঁধে  যারা নির্মমভাবে মারছে। আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই। 

এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, ডাসার কাঁঠালতলা বাজারে দোকান করে মো. আজিজ হাওলাদারের বাড়ীর পাশের রাস্তা থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশের সুরতহাল শেষে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!