যশোর সদরের বিরামপুর গ্রামে দুগ্রুপের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, বিরামপুর গ্রামের তরিকুল ইসলামের পুত্র তাহাসিন অরফে তাসলিম (২০), বুলু সেখের পুত্র আকাশ (২০) ও হিরু মিয়ার পুত্র মামুন (৪০)।
আহতরা জানিয়েছেন, গতকাল শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে তাহাসিন ও আকাশকে ডেকে বিরামপুর আফজাল মার্কেটের সামনে নিয়ে যায় মামুন। পূর্বের গোলযোগ মীমাংসার জন্য মোবাইল ফোনে তাদের ডাকা হয়। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মামুনের সহযোগী জিহাদ রইস সহ কয়েকজন তাহাসিন এবং আকাশকে ছুরিকাঘাত করে।
জানা গেছে, দেড় মাস আগে সীমান্ত নামে এক ছেলেকে রইচ মারপিট করে। সে ছিল তাহাসিন ও আকাশের বন্ধু। এ নিয়ে তাদের ভেতর বিরোধ চলে আসছিল। গতকাল রাতে মামুন ঘটনা মীমাংসা করার জন্য আফজাল মার্কেটের সামনে ডাকে। সেখানে গিয়ে তাহাসিন ও আকাশ অপেক্ষা করার সময় রইচ ও জিহাদ সহ কয়েকজন উঠতি বয়সী সন্ত্রাসী তাদের ছুরিকাঘাত করে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :