AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাফ পাসের দাবিতে ফরিদপুরে সড়ক অবরোধ


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
০৫:১০ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৫
হাফ পাসের দাবিতে ফরিদপুরে সড়ক অবরোধ

‌‌‘হাফ পাস ভিক্ষা নয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার’ এই স্লোগানে ফরিদপুর শহরের ব্যস্ততম পুরাতন বাস স্ট্যান্ড এলাকা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে ছাত্র-ছাত্রীরা। রবিবার (০২ ফেব্রুয়ারী) বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রধান সড়ক জুড়ে অবস্থান নিয়ে তারা বাসে হাফ ভাড়ার দাবি জানাতে থাকে।


ফরিদপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। অবশেষে দুপুর ১২ টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল সেখানে উপস্থিত হয়ে আজ থেকেই হাফ পাস কার্যকর করার ঘোষণা দিলে কর্মসূচি সমাপ্ত করেন শিক্ষার্থীরা।


এ সময় ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া কার্যকর করার অঙ্গীকার করেন। অবস্থান কর্মসূচি চলাকালে শহরের গুরুত্বপূর্ণ ভাঙ্গা রাস্তার মোড় ও আশপাশের এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবরাব নাদিম ইতু, আফাত শাহ, আনিসুর রহমান সজল, কাজী রিয়াজ, জনি বিশ্বাস, বৈশাখী ইসলাম, আসাদ শেখ,  মোহাম্মদ আশরাফ প্রমূখ।


একুশে সংবাদ////র.ন

Link copied!