AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছাত্রলীগের লিফলেট বিতরন, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৬:২৩ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৫
ছাত্রলীগের লিফলেট বিতরন, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরনের প্রতিবাদে কোটচাঁদপুরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (১ জানুয়ারি) রাতে এ মিছিল করেন দলটি।

জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের লিফলেট বিতরনের ছবি বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পেজে দেখা যায়। এর প্রতিবাদে কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপি পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। 

ওই মিছিলের এক পক্ষের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও পৌর বিএনপির এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল। 

এ ছাড়া উপস্থিত ছিলেন- যুবদলের আহবায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজুল আলম মামুন, পৌর যুব দলের আহবায়ক ফয়েজ আহমেদ তুফান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্য সচিব হাফিজুর রহমান, পৌর কৃষক দলের আহবায়ক ফিরোজ উদ্দিন মানিক, ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন  কবির হীরা, ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি। 

অন্যদিকে উপজেলা বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় মিছিল উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব সেলিম রেজা মধু, উপজেলা যুবদলের ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন লিওন, পৌর ছাত্রদলের বাঁধন রাজবীর নিশু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহানুর রহমান শাহান। উভয় পক্ষই বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি জানার পর তদন্ত শুরু হয়েছে। ওই লিফলেট আদৌও কোটচাঁদপুরে বিতরন হয়েছে কিনা। কোথায় বিতরন হয়েছে তা বের কাজ চলছে। প্রমান পেলে ব্যবস্থা নেয়া হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!