মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছারউদ্দিন স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রবিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় উপজেলা পরিষদে তিনি নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা আয়োজন করেন।
গণমাধ্যম কর্মীরা এ সময় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। ইউএনও মো. নেছারউদ্দিন গণমাধ্যম কর্মীদের কাছে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন। জবাবে গণমাধ্যম কর্মীরাও নিউজ করার ক্ষেত্রে ইউএনওর বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। ইউএনও মো. নেছার উদ্দিন লৌহজংয়ে আসার আগে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, সাধরণ সম্পাদক মো. মানিক মিয়া, সহসভাপতি তাজুল ইসলাম, সহ-সাধারণ ফৌজি হাসান খান রিকু, কার্যকরী সদস্য আবু নাসের খান লিমন, বিক্রমপুর প্রেস ক্লাবের সদস্য মো. শহীদ সুরুজ ও মুন্সীগঞ্জের কাগজের লৌহজং প্রতিনিধি মো. সোহেল রানা।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :