মেধা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার।
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।
রোববার (২ ফেব্রুয়ারি) সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে বাছের মেমোরিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের দক্ষতা প্রদর্শন করে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান`র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাসির হোসেন`র সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আনন্দে উপভোগ করেন দর্শকেরা।
এসময় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মো. আব্দুল করিম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :