ফরিদপুরের সালথায় অটোরিক্সা ছিনতাই কালে তিন ছিনতাইকারীকে আটক করেছে সালথা থানা পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় সালথা-ফরিদপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী জেলার বেলপুকুর থানার জয়পুর উত্তর জামিরা গ্রামের ইয়াকুব আলীর ছেলে বিপ্লব আলী (৩৫), সালথা উপজেলার কামাইদিয়া গ্রামের নুরুদ্দিন মোল্যার ছেলে আঃ আজিজ মোল্যা (৩৫) ও একই উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়ের চর গ্রামের আহাদ আলীর ছেলে রকিবুল (২৩)।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, অটোরিক্সা ছিনতাই কালে স্থানীয়দের সহযোগিতায় তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই বিষয়ে একটি মামলা হয়েছে, এবং রবিবার তাদের ফরিদপুর বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :