বরিশাল জেলার উজিরপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শীর্ষক উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালামের সঞ্চালনায় সভায়, বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম রুমী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাবেয়া সুলতানা, উজিরপুর উপজেলা পৌর বিএনপির আহবায়ক মোঃ শহীদুল ইসলাম খান, উজিরপুর উপজেলা জামায়েত ইসলামের আমীর আব্দুল খালেক, পৌর জমায়েতের সেক্রেটারি জেনারেল মোঃ রাকিবুল ইসলাম, উজিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম, উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধি মোঃ নাজমুল হক, তাদের প্রতিনিধ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :