AB Bank
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পূর্বাচলের  ইছাপুড়া বাজারে আগুন, ৯ দোকান ভস্মীভূত


পূর্বাচলের  ইছাপুড়া বাজারে আগুন, ৯ দোকান ভস্মীভূত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি মনোহরী ও মিষ্টির দোকানসহ ৯টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

রবিবার (২ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ইছাপুরা বাজার এলাকায় এ আগুনের  ঘটনা ঘটে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইছাপুরা বাজারে বৈদ্যুতিক শকসার্কিট থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ইছাপুরা বাজারের ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে ইছাপুরা বাজারের বাবুল মিয়া, জনি মিয়া, আব্দুল্লাহ, বাদল, আলামিন, ইসমত আলী, আক্কেল আলী, মামুন মিয়া, জলিল মিয়া, রেজওয়ান মিয়ার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দোকান পুড়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। 

পূর্বাচল ফায়ার সার্ভিসের ইনপেক্টর আল মাসুদ বলেন, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। স্থানীয় বিদ্যুৎ অফিসের যোগাযোগ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!