পটুয়াখালীর বাউফল উপজেলায় "সংঘাত নয়, শান্তি চাই" এই স্লোগানকে সামনে রেখে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলার অবনতি, সহিংসতা ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সমাবেশ, শান্তি মিছিল ও থানায় অভিযোগ দাখিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সোমবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শান্তি মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক মাঠে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আয়েশাতুন্নেসা বর্ষার সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, মুনতাসির তাসরিপ, মু. রুহুল আমীন, রুপালি ও ফারহান প্রমূখ।
শিক্ষার্থী বলেন, সাম্প্রতিক খুন, সহিংসতা, চাঁদাবাজি, দখলদারি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে৷ এই দিন দেখতে আমরা রক্ত দেইনি। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে প্রশাসনের প্রতি আহবান জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরো বলেন, একটি পর একটি অপরাধ সংগঠিত হওয়ার ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে সমালোচনাও করেন তারা। সমাবেশ শেষে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে বাউফল থানায় ৬৯টি লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
বাউফল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে শিক্ষার্থী ৬৯টি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :