AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী পুড়ে ছাঁই


Ekushey Sangbad
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী, জামালপুর
০৭:৩৬ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী পুড়ে ছাঁই

জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ব‍্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ী পুড়ে ছাঁই হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার সকালে রুদ্র বয়ড়া একুশে মোড় এলাকায় ব্যবসায়ী সোলায়মান সার ও পরাণ কুটির শিল্প দোকান খুলে বেচাকেনা করছিলো। এ সময় হঠাৎ একই মার্কেটের পেছনে হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নানের বসত বাড়ী থেকে ধোয়া উঠতে দেখে। মুহুর্তেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। এসময় সরিষাবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানের সকল মালামাল ও একটি বসত বাড়ীর আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত সার ও পরাণ কুটির শিল্প দোকানের মালিক সোলায়মান বলেন, সকালে আমি দোকান খুলে সার বিক্রি করছিলাম। হঠাৎই পাশের হোটেল ব্যবসায়ী মান্নানের ঘর থেকে ধোয়া উঠতে দেখি। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আমার সার ও কুটির শিল্পের দোকানের সকল মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। 

হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, হঠাৎ করেই আমার ঘরে আগুন লাগার সংবাদ পাই। পরে বাড়ী এসে দেখি সব পুরে গেছে। আমার বাড়ী করার জন্য আমার ঘরে রাখা নগদ ৪ লক্ষ টাকাসহ সকল আসবাবপত্র পুড়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। 

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমিসহ আমার সঙ্গীয় ফোর্স নিয়ে প্রায় দেড় ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!