শেরপুরের ব্রক্ষপুত্রের বালু নিয়ে তোলপাড় শুরু হয়েছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা আলোচনার মধ্যে প্রশ্ন ওঠেছে নদীর পারে জমা করা বালুগুলো কার? এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বিআইডাব্লিওটিএ ব্রক্ষপুত্র নদীর খনন কাজের উত্তোলিত বালুগুলো নদীর পারে ব্যক্তিমালিকানা জমিতে ও খাস জমিতে রাখা হয়েছে যার বর্তমান মালিক জেলা প্রশাসক।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রক্ষপুত্র সেতুর পাশের জমানো বালুগুলো ব্রক্ষপুত্র নদী থেকে উত্তোলিত বালু। সেখানে কয়েকজন জমির মালিকের কাছে অনুমতি নিয়ে তাদের জমিতে খাস জমিতে রাখা হয়েছে।
এ ব্যাপারে জমির মালিক ইয়ানুস মিয়া, খোকা মিয়া, হাসান মিয়া ও শাহীন মিয়া বলেন, আমাদের জমিতে ড্রেইজিং এর বালু রাখছে। শুনছি এই বালু ডিসি অফিস থেকে নিলাম করা হবে। এই বালু আমাদের নয়। আমাদের নিচু জমি বালি দিয়ে উঁচু হয়েছে এটাই আমাদের লাভ। পরে দোকানপাট তৈরি করে ব্যবসা করতে পারবো।
এ ব্যাপারে বিআইডাব্লিওটিএ সহকারী প্রকৌশলী মো. সাব্বির সাংবাদিকদের বলেন, নদী থেকে বালু উত্তোলন করে আমরা নদীর পাড়ে প্রয়োজনীয় খাস জমি না পেয়ে সেখানকার জমির মালিকদের কাছ থেকে অনুমতি নিয়ে বালু রেখেছি। আমরা পরিমাপ করে জেলা প্রশাসক অফিসকে জানিয়েও দিয়েছি। বাকি কাজ শেরপুর জেলা প্রশাসনের।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :