পুলিশই জনতা-জনতাই পুলিশ এই স্লোগানে ভোলার চরফ্যাশনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চরফ্যাশ থানা চত্বরে থানা পুলিশের আয়োজনে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সভায় সবার মতামতকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থাগ্রহণের নির্দেশ ও আশ্বাস দেন সভার প্রধান অতিথি পুলিশ সুপার মো. শরিফুল হক।
এসময় চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজান হাওলাদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার চরফ্যাশন সার্কেল মো: মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শরিফুল হক বলেন, মাদক, চাঁদাবাজীসহ কোন অপরাধের সাথে পুলিশ আপস করবে না যদি কোন পুলিশের কাছে গিয়ে সুবিচার না পাওয়া যায় তাহলে আমাকে জানাবেন, সাথে সাথে সমাধান করার চেষ্টা করবো ইনশাঅল্লাহ।
এসময় চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার হাড়িয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশে ভুল নাম্বারে পাঠানো টাকা জিডি মুলে উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :