পঞ্চগড় জেলা সদরসহ ৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৬৯ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ৪৫ জন চিকিৎসক থাকায় এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগের শিকার হওয়ায় সংকট দূরীকরণের দাবিতে ৯ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করছে পঞ্চগড় জেলার তরুণ স্বেচ্ছাসেবীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে সকাল থেকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশন কর্মসূচি শুরু করে তারা। তাদের দাবি বৈষম্য দূর করে শূন্য পদ গুলোতে চিকিৎসক পদায়ন করে চিকিৎসা সেবা নিশ্চিত করা। একই সাথে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন নির্মাণ হয়ে পড়ে থাকা আড়াইশ শয্যা ভবন চালুর।
এতে বক্তব্য রাখেন, জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এড আহসান হাবিব সরকার, ফোরামের উপ সমন্বয়ক ওয়াসিম আকরাম, সদস্য মানিক খান, সদস্য রনি মিয়াজী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জেলার সরকারি হাসপাতালগুলোর ১৬৯টি চিকিৎসকের পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৪৫ জন। জরুরি রোগী নিয়ে গেলে তাদের রেফার করা হয়। রাত দুপুরে রোগী নিয়ে ছুটতে হয় রংপুর দিনাজপুর কিংবা ঢাকায়। পথেই মৃত্যু হয় অনেক রোগির। তাই স্বাস্থ্যখাতে এই বৈষম্য দূর করে ৯ দফা দাবি জানান তারা।
এদিকে অনশন কর্মসূচীর খবর পেয়ে দুপুর ১টায় পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান খবর পেয়ে অনশন কর্মসূচীতে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সাথে অনশন কর্মসূচী পালন করা তরুণদের পানি খাইয়ে অনশন কর্মসূচী ভাঙ্গান জেলা প্রশাসক সাবেত আলী।
এদিকে আগামী ১৫ দিনের মধ্যে বৈষম্য দূর করে শুন্য পদগুলোতে চিকিৎসক পদায়ন না হলে কঠোর কর্মসূচী পালন করার হুঁশিয়ারি দেয় তারা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :