নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পৌর সদরে চিরাং মোড় এলাকার হলি খানের বাসা থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) একটি বন বিড়ালটিকে প্রথমে আটক করা হয়। প্রাণীটি বিরলপ্রায় প্রজাতির একটি বন বিড়াল বলে বন কর্মকর্তা জানিয়েছেন।
বাড়ির মালিক হলি খান জানান আজ দুপুর ১ টার দিকে আমার চিরাং মোড় বাসার চালে কবুতরের কুপের কাছে বন বিড়ালটিকে প্রথমে দেখতে পাই।পরে মেছো বাঘ মনে করে বাড়ির অন্যদের ডেকে জড়ো করি। পরে ধাওয়া করে বন বিড়ালটিকে আটক করে বাড়ির সামনে বেঁধে রাখা হয়।
সেটিকে দেখার জন্য শত শত উৎসুক মানুষ জড়ো হয় সেখানে। এরপর বনবিভাগকে খবর দেওয়া হলে কর্মকর্তারা এসে প্রাণিটিকে উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয় এফএফএনটিসি কর্মকর্তা আতিউল ইসলাম বলেন,বন বিড়ালটি দেখে নিশ্চিত হয়েছি এটি মেছো বাঘ নয়, এটি একটি বিরলপ্রায় প্রজাতির বন বিড়াল। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে প্রাণিটি অবমুক্ত করে দেওয়া হবে।
এফএফএনটিসি কর্মকর্তা বলেন, ৪/৫ বছর বয়সী বিড়ালটির উচ্চতা প্রায় এক ফুট এবং তার দৈর্ঘ্য প্রায় দেড় ফুট হবে। তিনি আরও বলেন বন বিড়ালটি খাবারের সন্ধানে হয়ত এলাকার কোন বনজঙ্গল থেকে চলে আসতে পারে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :