"আমরা সংস্কৃতি ঐতিহ্যের বিরুদ্ধে নয়-আমরা অশ্লীলতার বিরুদ্ধে " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে গুজিশহর প্রেমগোসাই মেলায় অশ্লীল যাত্রাপালা বন্ধের দাবিতে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের মেইন গেট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর শাখার সাবেক আমীর মাইনুল ইসলাম মিনু, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নিয়ামতপুর শাখার সাধারণ সম্পাদক গোলাম হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমন্তপুর ইউপি শাখার সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসুল আলম বিরু, বিলজোয়ানিয়া জামে মসজিদের খতিব আজাদ আলী, সদর বাজার জামে মসজিদের ইমাম মিনহাজুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :