পিরোজপুরের কাউখালীতে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের ফারুক মিরার বাড়ির সামনের মাঠে কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে শস্য নিবিড়তা বৃদ্ধি লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের গবেষণা সহযোগী ডক্টর শহীদুল ইসলাম। উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পবিত্র কুমার রায়,স্বপন কুমার সরকার, সাখাওয়াত হোসেন তুহিন, সৈয়দ ফাহিম, নয়ন মজুমদার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, কৃষক ফারুক মীর, আবুল কালাম প্রমুখ।
অনুষ্ঠানে গবেষণা সহযোগী ডঃ শহিদুল ইসলাম বলেন, মেশিনের মাধ্যমে বীজ বপন করলে চারা অপচয় হয় না ও সময় কম লাগে। বীজ তলায় জায়গা কম লাগে। এছাড়া মেশিনের সাহায্যে চারা রোপন করলে এক হেক্টর জমিতে খরচ হয় মাত্র ৭/৮ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, কোন মাঠ ফাঁকা রাখা যাবে না আমাদের উৎপাদন বাড়াতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে আছি। সকল প্রকার সহযোগিতা কৃষি অধিদপ্তর থেকে আপনারা পাবেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :