বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের নিকট লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে মুকসুদপুর পৌর বিএনপির উদ্যোগে মুকসুদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড লখাইরচর গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার বিশ্বাস টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, সিনিয়র সহ সভাপতি শামচু মিয়া, সহ-সভাপতি মোঃ ওলিয়ার মুন্সি, মোঃ রুস্তম মোল্যা, কাঞ্চন শেখ, সাংগঠনিক মোঃ ইকরাম হোসেন, যুব বিষয়ক সম্পাদক মোঃ সেন্টু শেখ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনাল মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :