AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৮ ঘণ্টা পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,মানিকগঞ্জ
১১:১৭ এএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
৮ ঘণ্টা পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক

টানা ৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল। এর আগে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীতে আটকে যায় ৪টি ফেরিসহ অর্ধশতাধিক যানবাহন।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটা থেকে কুয়াশার কারণে বন্ধ হয় ফেরি চলাচল। ঘাটে পারাপারের অপেক্ষায় থাকে শত শত যানবাহন। 


ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সন্ধ্যারাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে মধ্যরাত আড়াইটার দিকে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফে‌রি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।


এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে‌ছে বেশ কিছু যানবাহন। এ সময় তীব্র শীতে ভোগা‌ন্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালক‌রা।


বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক‌ মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৭টা ৪০‌ মি‌নিট থেকে পুনরায় ফে‌রি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এরুটে ১৬টি ফে‌রি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।


একুশে সংবাদ//স.টি//র.ন

Link copied!