AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনায় অমুক্তিযোদ্ধা শনাক্তকরণে নয়া সংসদের জোরালো উদ্যোগ 


খুলনায় অমুক্তিযোদ্ধা শনাক্তকরণে নয়া সংসদের জোরালো উদ্যোগ 

খুলনা জেলা ও নগর মুক্তিযোদ্ধা সংসদে গুণগত পরিবর্তন এসেছে। আগস্টের পট পরিবর্তনের পর নতুন নেতৃত্বে সংসদকে জঞ্জালমুক্ত করতে কোমর বেঁধে নেমেছেন একাত্তরের রণাঙ্গনের সশস্ত্র যোদ্ধারা। তাদের নেতৃত্বে অমুক্তিযোদ্ধা শনাক্তকরণের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে অমুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার না দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নিবৃত করতে সফল হয়েছে সংসদ।  

৫ আগস্টের পর নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গা ঢাকা দেন। তার মুক্তিযোদ্ধা সনদ, ভাতা ও চিকিৎসা সুবিধা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এসএসসি সনদে জন্ম তারিখ নিয়ে অসামঞ্জস্যও চোখে পড়েছে। নতুন নেতৃত্বে সংসদকে গতিশীল করতে ২২ সেপ্টেম্বর হাজী মহাসিন রোডে জেলার মুক্তিযোদ্ধাদের সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. মনিরুজ্জামান মনিকে মহানগর ইউনিটের এবং মো. আবু জাফরকে জেলা ইউনিটের আহ্বায়ক মনোনীত করা হয়।  

নয়া সংসদ ১৬ ডিসেম্বর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে রণাঙ্গনের যোদ্ধাদের সম্মাননা প্রদান করে। ১৭ ডিসেম্বর বিজয় দিবসে জাঁকজমকপূর্ণ কর্মসূচি পালন করে। সংসদের উদ্যোগে অমুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার না দেওয়ার জন্য জেলা প্রশাসনকে উদ্বুদ্ধ করা হয়। নগরীর মাষ্টারপাড়া এলাকার নজরুল ইসলামের মৃত্যুর পর গার্ড অব অনার না দেওয়ায় জেলা প্রশাসন ইতিবাচক সাড়া দেয়।  

গত ১ ফেব্রুয়ারি জেলা ও নগর ইউনিটের যৌথ সভায় অমুক্তিযোদ্ধা শনাক্তকরণ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়। একাত্তরের রণাঙ্গনের সশস্ত্র যোদ্ধাদের তালিকা প্রণয়নের পাশাপাশি সহযোগীদের আলাদা তালিকা তৈরিরও সিদ্ধান্ত নেওয়া হয়। নগর মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক এড. আ ব ম নুরুল আলম বলেন, "এই উদ্যোগ ইতিমধ্যে সফল হয়েছে। সংসদ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি গতিশীল।"  

ইতিমধ্যে আমেরিকা প্রবাসী গার্মেন্টস ব্যবসায়ী আবুল কালাম আজাদ খোকা আত্মসমর্পন করেছেন। তার সনদ বাতিল ও ভাতা বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। রূপসা উপজেলার দুই অমুক্তিযোদ্ধাও আত্মসমর্পন করে স্থানীয় সোনালী ব্যাংককে অবহিত করেছে। আগামী দিনে তৃতীয় জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা হাসিনা বানু শিরিনের উত্তরাধিকারী শাহিন আজাদ চৌধুরী ও জিয়া পরিষদের নগর আহ্বায়ক এড. আবুল হোসেন হাওলাদারের সনদ ও ভাতা নিয়ে তদন্ত করা হবে।  

উল্লেখ্য, জেলা প্রশাসন ইতিমধ্যে মরহুম এসআর ফারুকের সনদ বাতিলের সুপারিশ করেছে। মন্ত্রণালয় তার সনদ ও ভাতা বাতিল করেছে। খুলনায় এই প্রথম স্বাধীনতাত্তোরকালে এ ধরনের জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের এই কার্যক্রম মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ 

Link copied!