AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে লিফলেট বিতরণ ভাইরালের পর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার- ৫


Ekushey Sangbad
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০৬:২২ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাণীশংকৈলে লিফলেট বিতরণ ভাইরালের পর স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার- ৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে পুলিশের ২টি পিকআপ ভ্যানে উপজেলার বিভিন্ন একালায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- রাণীশংকৈল পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক আরথান আলী, সাবেক পৌর কাউন্সিলর মাইদুল হক, পৌর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয় সরকার, কাওছার আলী ও মুন্না। 

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আমরা তাদের আটকের কারণ জানতে চাইলে পুলিশ সেখানে থাকা লোকজনের উপর লাঠিচার্জ করেন। স্থানীয়রা আরও বলেন- এসময় জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুশ, হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া, সুমনসহ কয়েকজন আহত হয়।

এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় গত ২ দিন ধরে রাণীশংকৈল  উপজেলার কয়েকটি এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন কিছু আ.লীগের নেতাকর্মী ।

একই সাথে এই সংক্রান্ত একটি ভিডিও ‍‍`বাংলাদেশ আওয়ামী লীগ‍‍`র ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ পাঁচজনকে আটক করে।  

এবিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, আন্দোলনের উস্কানিতে লিফলেট বিতরণ করার অভিযোগে রাতভর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।  এধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের লাঠিচার্জ মারপিট  করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, স্থানীয় লোকজন আটক আসামীদের ছিনতাই করার চেষ্টা করলে আমরা বাধা দিই, এসময় সামান্য তর্ক বির্তক হয়েছে মাত্র ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!