AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইর আ. লীগ নেতা  অস্ত্রসহ  আটক


Ekushey Sangbad
সিংগাইর উপজেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
০৭:০১ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
সিংগাইর আ. লীগ নেতা  অস্ত্রসহ  আটক

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নানকে (৬৩) আটক করেছে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। আটককৃত হান্নান উপজেলার সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লার ঠান্ডু মিয়ার ছেলে।

হান্নানকে আটকের পর তার অফিসে অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি শর্টগান, ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

বুধবার  (৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে হান্নানকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হান্নানকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলামটরের প্লেনার্স টাওয়ারের ১৪ তলায় তার নিজ অফিস থেকে ব্রাজিলের তৈরি একটি অত্যাধুনিক এনপিবি রিভলবার ২২ বোরের ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ইতালির তৈরি ১২ বোরের একটি শর্টগান, ৮০ রাউন্ড শর্টগানের কার্তুজ, শর্টগানের একটি অতিরিক্ত বাট এবং রিভলবার ও শর্টগানের দুটি লাইসেন্স উদ্ধার করা হয়। তিনি আরো জানান, -গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত মুশফিকুর রহমান খান হান্নানের পরিবারের দাবি, অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো। ষড়যন্ত্রমূলকভাবে তাকে মিথ্যা মামলা দিয়ে  ফাঁসানো হয়েছে।

এদিকে মুশফিকুর রহমান খান হান্নানের আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান শহিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করতে দেখা গেছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের আটকের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান ।

উল্লেখ্য, সিংগাইরে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সংঘর্ষে গোবিন্দল গ্রামের ৪ জন নিহতের ঘটনায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি মামলা হয়। এর মধ্যে আটককৃত সাবেক উপজেলা চেয়ারম্যান হান্নান থানায় দায়ের করা  একটি মামলা ও আদালতে দায়ের করা পৃথক আরেকটি মামলার আসামি বলে জানা গেছে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে মানিকগঞ্জ -২ আসন থেকে নির্বাচন করে পরাজিত হন। তার আগে আওয়ামী লীগের শাসনামলে দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!