ফরিদপুরের সদরপুরে এক কুয়েত প্রবাসীর বাড়িতে বিল্ডিং এর জানালার গ্রীল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। রাত ২টার দিকে বিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর ছাদের খান ডাঙ্গী গ্রামের প্রবাসী মোঃ লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আজ সকালে ওই বাড়ি পরিদর্শনে যান সদরপুর থানার পুলিশের একটি দল।
প্রবাসী লোকমান হোসেনের স্ত্রীর ভাষ্য, গভীর রাতে ৭থেকে ৮জন ডাকাতের দল বিল্ডিং এর জানালা ভেঙ্গে র“মে প্রবেশ করে। আমি সহ আমার দুই কন্যাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আমার থেকে চাবি নিয়ে স্টিলের আলমারির তালা খুলে ১১ভরি স্বর্ণ নগদ ২৬ হাজার টাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাতের দল ঘর থেকে বের হওয়ার সময় ঘটনাটি কাওকে না বলার জন্য হুমকি দিয়ে তারা চলে যান। প্রবাসীর বাড়িতে স্ত্রী ও তার দুই কন্যা ও এক পুত্র সন্তান নিয়ে বসবাস করতেন।
এ ব্যাপারে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, আমি ডাকাতি ঘটনার কোনো সংবাদ পাইনি। আমাকে ইউপি সদস্য বা গ্রাম পুলিশ কেহ জানায় নি। আমি খোজ নেওয়ার চেষ্ঠা করছি।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন জানান, সকালে খবর পেয়ে আমি ঘটনা¯’লে গিয়েছি এবং পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :