খুলনায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর বুড়ো মৌলভীর দরগা রোডে আশরাফুল আলমের বাড়ি থেকে সোহেল রানা (৩২)-এর মরদেহ পাওয়া যায়। তার দু’হাত, দু’পা ও কপালে আঘাতের চিহ্ন দেখা গেছে। সোহেল ওই এলাকার আশরাফ শেখের ছেলে।
এলাকাবাসীরা জানান, সোহেল রানা শনিবার রাতে শ্বশুরবাড়িতে ছিলেন। রোববার সকাল সাড়ে ১০টায় ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। পরে স্ত্রী শারমিন তাকে ফোনে না পেয়ে পরিবারকে খবর দেন। বাড়িতে এসে পরিবারের সদস্যরা শয়নকক্ষের দরজা ভেঙে দেখেন, সোহেল সিলিং ফ্যানে ঝুলে আছেন। পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থল থেকে দুটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ মুনির উল গিয়াস ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।
এলাকাবাসীরা আরও জানান, সোহেল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে অর্জিত অর্থ তিনি বড় ভাই খোকনের কাছে পাঠাতেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য ছিল। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার কারণ খতিয়ে দেখছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :