শেরপুরের নালিতাবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, উপজেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক পৌর আমীর দীন মোহাম্মদ মাষ্টার, পৌর আমীর মো: হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।
গোলাম কিবরিয়া ভিপি স্বনামধন্য দীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা`মীরুল মিল্লাত টংগী ক্যাম্পাসের ভিপি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ, ক্রীড়া, যুব, প্রচার মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি শেরপুরের নকলা নালিতাবাড়ীকে বৈষম্যহীন, কল্যাণকর সংসদীয় আসন হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :