পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার জেএনবি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে অবস্থিত (জেএনবি) জেদনি নুসরাত ব্রিকফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান।
এ সময় জেদনি নুসরাত ব্রিকফ্লিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৯ ভঙ্গ করায় ৪ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে ইটভাটার কার্যক্রম পরিচালনা পূর্বে আবশ্যিকভাবে লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান বলেন, পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটায়ও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বিভিন্ন ইটভাটা রয়েছে যারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন দিন অবৈধভাবে ইটের ব্যবসা করে যাচ্ছে আমরা খোঁজ রাখছি এরকম অবৈধভাবে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা বিল্লাল হোসেন ও থানা পুলিশ এস আই জাকির হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :