কুমিল্লার তিতাসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বাড়ি-ঘর, আসবাবপত্র ও নগদ অর্থ স্বর্নালংকারসহ সব পুড়ে নিঃস্ব হয়ে গেছে দক্ষিণ আকালিয়া গ্রামের বাসিন্দা হেলেন মিয়ার পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়িয়েছেন একই গ্রামের প্রতিবেশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. নাজমুল হাসান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গ্রামের স্থানীয় সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাজসেবক নাজমুল হাসানের ছোট ভাই বাতাকান্দি বাজারের সার ব্যবসায়ী মো. এনামুল হক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সার্বিক খোঁজ খবর নিয়ে তাদের হাতে নগদ ৭৫হাজার টাকা তুলে দেন।
এবিষয়ে এলাকার স্থানীয়রা সাংবাদিকদের বলেন, পরিবারটি এমনিতেই অনেক অসহায় ও গরীব ছিলো। আগুনে আর তাদের কিছুই রেখে যায়নি। একেবারে নিঃস্ব করে গেছে। এখন সবাই যদি যার যার জায়গা থেকে সহযোগিতা করে; তাহলে পরিবারটি ঘুরে দাঁড়ানোর ভরসা পাবে।
ব্যবসায়ী মো. এনামুল হক বলেন, আমার ভাই ঘটনাটি শুনে তৎক্ষনাৎ তাদের সাহায্য করবে বলে জানায়। তিনি আজ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমার কাছে নগদ ৭৫ হাজার টাকা পাঠিয়েছে সেই টাকা আমি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের হাতে তুলে দেই। সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে অনুরোধ থাকবে এই অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যেনো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল হাকিম, মনিরুল ইসলাম মনু মিয়া, আব্দুল গনি, মো. কাদির মিয়া ও প্রবাসী শাখাওয়াত হোসেন টিটন প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :