বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং সদর ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিলে মোরেলগঞ্জ-শরনখোলা আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, আগামী দিনে জনগণের সহযোগিতায় রাস্টনায়ক তারেক রহমানের হাত ধরে বিএনপি জনগণের সরকার গঠনে এক্যবদ্ব্য হয়ে কাজ করবে বলে বিশ্বাস করি। রাস্টনায়ক তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে দেশের দক্ষিনাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে,তারেক রহমান বাংলাদেশে উৎপাদন, সম্ভাবনা ও উন্নয়নের রাজনীতি করতে চায় ।
এ সময় কাজী শিপন আরও বলেন, বাংলাদেশের মাটিতে তারেক রহমানের মন পড়ে আছে। বিএনপির রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক লক্ষ্য অর্জন করা। জনগণের যে অর্থনৈতিক মুক্তি, সেটি অর্জন করা, আশা করি খুব শীগ্রই তিনি দেশে ফিরবেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সদর ইউনিয়নের বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিলের প্রথমার্ধের আলোচনা সভায়, প্রধান অতিথি ছিলেন- বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, মোরেলগঞ্জ-শরনখোলা বিএনপির কমিটি মনিটরিং টিম প্রধান খাদেম নিয়ামুল নাসির আলাপ।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন- বাগেরহাট জেলা বিএনপি নেতা ওহিদুল ইসলাম পল্টু, অঃ হালিম খোকন, বেগম রুনা গাজী, হাফিজুর রহমান হাফিজ, জেলা বিএনপি নেত্রী এ্যাডঃ ফারজানা নিপা, উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ জব্বার মোল্লা, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির অনন্য নেতৃবৃন্দ। সম্মেলনে সদর ইউনিয়ন অঃ রহিম তালুকদার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবদুল্লাহ আল মামুন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :