কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে "অপারেশন ডেভিল হান্ট" এর আওতায় গত ৪৮ ঘণ্টায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, তাদের পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী "অপারেশন ডেভিল হান্ট" পরিচালনা করছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের প্রতিটি থানায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
ভূরুঙ্গামারীতে ৪৮ ঘণ্টার বিশেষ অভিযান:
ভূরুঙ্গামারী থানা পুলিশ এ অভিযানের অংশ হিসেবে গত ৪৮ ঘণ্টায় তিনজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে তিলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ অবির উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করা হয়।
একই রাতে তিলাই ইউনিয়নের চেয়ারম্যান ও ৩ নং তিলাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল (৩৮) কে আটক করা হয়।বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান বাবলু (৬০) কে গ্রেপ্তার করা হয়।
অভিযান অব্যাহত থাকবে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, "সরকারের নির্দেশনায় পুলিশ বিভাগ অভিযান চালিয়ে যাচ্ছে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এতে সহায়তা করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
এদিকে, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, তা জানতে চাইলে পুলিশ জানিয়েছে যে, তদন্ত চলমান রয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :