তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডলসহ ছাত্র সমন্বয়ক প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :