ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ম্যানিজিং কমিটির নির্বাচনের প্রার্থীদের বিজয়ের লক্ষে অভিভাবক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) হাসপাতাল রোডে শামসুদ্দিন মিয়া ঝুনুর নিজস্ব বাসভবনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বোয়ালমারী উপজেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম কামাল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ড: আব্দুর ছবুর সেখ, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপন সাবেক,কাউন্সিলর শেখ আতিকুল আলী, কাউন্সিলর আজিজুল হক, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ প্রমুখ।
এ নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী, ফরিদপুর ১ আসনের সাবেক এম পি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাছিররুল ইসলামের একটি গ্রুপ প্রতিদ্বন্দ্বীতা করছেন, আগামী ২৭ ফেব্রয়ারী এ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছেন সাংবাদিক খান মুস্তাফিজুর রহমান সুমন।
অভিভাবক কমিটির, মফিজুর কাদের খান মিল্টন, শেখ আতিকুল আলী ও এসএম শহিদুল ইসলাম কে নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :