AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মঙ্গলবার এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে খুলনায় জামাতের বিক্ষোভ সমাবেশ


মঙ্গলবার এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে খুলনায় জামাতের বিক্ষোভ সমাবেশ

এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল চারটায় খুলনার শহীদ হাদিস পার্কে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটিতে এক প্রস্তুতি সভা এ কথা বলা হয়। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশ সফল করতে দায়িত্বশীলদের নির্দেশনা দেন।  


মাওলানা আজাদ বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে দলমত, ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সবাই আন্দোলনে নামলেও শুধুমাত্র জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। আন্দোলনকারীদের রাজাকার বলার সঙ্গে সঙ্গে আন্দোলন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। জামায়াতকে নিষিদ্ধ করার কয়েক দিনের মধ্যেই আওয়ামী-বাকশালীদের পতন ঘটে এবং তাদের নেত্রীসহ মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তিনি আরও বলেন, জামায়াত ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে কাজ করছে এবং আল্লাহর রহমত তাদের সাথে আছে।  


সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারির সমাবেশ ঐতিহাসিক হবে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জোরালোভাবে তুলে ধরা হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাবেশে সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার দায়িত্ব আপনাদেরই।  


১৮ ফেব্রুয়ারির সমাবেশ উপলক্ষ্যে ১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আবুল কালাম আজাদ। খুলনা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সকল সাংবাদিককে প্রেসব্রিফিংয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।  


এই সমাবেশকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সমাবেশ সফল করতে সকলকে নিরলস পরিশ্রম করার আহ্বান জানানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!